ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

জেইউজের নির্বাচন: মনোতোষ সভাপতি, তুহিন সম্পাদক 

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০০, ৩০ ডিসেম্বর ২০২২

যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দু’ ভোটে জয়ী হয়েছেন মনোতোষ বসু। তিনি পেয়েছেন ৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল পেয়েছেন ৩০ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এইচ আর তুহিন। তিনি পেয়েছেন ৩৮ ভোট। এ পদের অন্য প্রতিদ্বন্দ্বী নুর ইমাম বাবুল পেয়েছেন ২৫ ভোট।

এছাড়া, সহ-সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে ফের জয়ী হয়েছেন প্রদীপ ঘোষ। এ পদের অন্য প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির পেয়েছেন ২৯ ভোট। যুগ্ম সম্পাদক পদে ইমরান হাসান টুটুল ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মারুফ কবীর পেয়েছেন ১৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী সফিক সাইদ পেয়েছেন ৪৪ ভোট। এ পদের অপর প্রতিদ্বন্দ্বী  ডিএইচ দিলশান পেয়েছেন ১৬ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে জয়ন্ত বসু ও ২৫ ভোট পেয়ে রেজাউল করিম রুবেল বিজয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী মিরাজুল কবীর টিটো পেয়েছেন ১৭ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু জানান, প্রেসক্লাব যশোরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৬৫ ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একটি ভোট বাতিল হয়।

এদিকে, যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এ অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও স্বার্থ রক্ষায় আগামীতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি