ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

পদ্মায় আটকে পড়া ২৪ জনকে উদ্ধার করেছে নৌ পুলিশ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশিত : ১০:০৭, ৩০ ডিসেম্বর ২০২২

ঢাকার দোহারের মৈনটঘাট হতে কিছুটা ভিতরে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া শিক্ষার্থী ও শিশুসহ ২৪ জনকে উদ্ধার করেছে দোহার কুতুবপুর নৌ পুলিশের একটি টিম। বৃহস্পতিবার ভোরে তাদেরকে উদ্ধার করা হয়।

সুত্র জানায়, দোহারের নারিশা এলাকার  জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ জন শিক্ষার্থী ও তাদের পরিবারের বিভিন্ন বয়সের ২৪ জন সদস্য ২৮ ডিসেম্বর বুধবার সকালে ট্রলারযোগে ফরিদপুরের পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি দেখতে যায়। ফেরার পথে ঘন কুয়াশায় চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়ে। অনেক চেষ্টার পর ৯৯৯ এ ফোন দিলে কুতুবপুর নৌ পুলিশ বৃহস্পতিবার ভোরে তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তাদেরকে ঘটনাস্থল থেকে স্পীড যোগে দ্রুত উদ্ধার করে মৈনটঘাটে এনে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেয়া হয়। বাকীসদস্যরা ভাড়াকৃত ট্রলারযোগে সুস্থ অবস্থায় নিজ এলাকায় নারিশায় পৌঁছে যায়।

দোহার নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাতীয় সেবা ৯৯৯ এ ফোন পেয়ে চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া পরিবারটিকে উদ্ধার করেছে।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি