ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

সরাইলে শীতার্তদের মাঝে বিজিবি প্রধানের শীতবস্ত্র বিতরণ 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ২ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। 

সোমবার (২ জানুয়ারি) দুপুরে সরাইল বিজিবি-২৫ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর-পূর্ব রিজিওনের আয়োজনে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। 

বিজিবি প্রধান শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে এ কম্বল বিতরণ করেন। এসময় উত্তর-পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ২৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক চলতি শীত মৌসুমে দেশব্যাপী শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় সরাইল রিজিয়ন ইতোমধ্যে অসহায় ও দুঃস্থ ৪,৬৩৮ জনকে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ এবং ৬,৭৪৯ জনকে (পুরুষ, নারী ও শিশু) চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি