ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

মাছধরা ট্রলারে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুন্ঠন

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৫, ২ জানুয়ারি ২০২৩

কুয়াকাটা থেকে দক্ষিণ-পূর্ব দিকে সোনার চরের বাইরে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত মাছধরা ট্রলারটি ১৪ জেলেসহ কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর বিএফডিসি অবতরণ কেন্দ্রে পৌঁছার পর এখবর জানা গেছে। 

এফবি সোহরাব নামের ওই মাছধরা ট্রলারের জেলে বজলুর রহমান জানান, রোববার সন্ধ্যায় সাগরে মাছ শিকারের সময় একটি মাছধরা ট্রলার নিয়ে ২০/২৫ জনের একদল ডাকাত তাদের ওপর হামলা চালায়। প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে ট্রলারের কাছে এসে আগ্নেয় অস্ত্র প্রদর্শণ করে ভয়ভীতি দেখায়। এরপর ট্রলারে উঠে লাঠি দিয়ে বেদম মারধর করতে থাকে। 

এসময় ট্রলারে থাকা মাছ, জ্বালানি তেল ও মাছধরা সরঞ্জামসহ যাবতীয় মালামাল ডাকাতরা লুন্ঠন করে নিয়ে যায়। সর্বস্ব হারিয়ে ১৪ জেলের সবাই ট্রলারটি নিয়ে ঘাটে ফিরতে সক্ষম হলেও ডাকাতদের হামলায় প্রায় সকলেই জখম হয়েছেন। এদের সোমবার দুপুরে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক সোহরাব প্যাদা।

ডাকাতির ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলেদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্য ব্যবসায়ী ধুলাসার ফিস’র মালিক মো. জাফর জানিয়ছেন, ক্ষতিগ্রস্ত ট্রলারটি প্রায় ৫ লাখ টাকার খাবার ও জ্বালানি তেলসহ যাবতীয় রসদ নিয়ে গত মঙ্গলবার মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়।

মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের এ ঘটনায় কোন অভিযোগ করা হয়নি জানিয়ে বলেন, ডাকাতির বিষয়টি শুনেছি। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি