ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

ষড়যন্ত্রকারীদের তৎপরতা থেমে নেই: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০১, ৫ জানুয়ারি ২০২৩

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পেছনে ছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই। জনগণকে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

তিনি বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সভায় বক্তব্য দেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময়ে দেশের মানুষের দুঃসময়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে দেয়াসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। 

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ালী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, মহিলা সদস্য রুমানুল ফেরদৌসী, কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের স্থানীয় নেতারা।

অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি