ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১২:১২, ৭ জানুয়ারি ২০২৩

ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশ। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

ঘন-কুয়াশা আর হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। 

কষ্টে আছে চুয়াডাঙ্গার নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, তা আরও কয়েক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা জানান, শীতের আবহাওয়ার কারণে মানুষের জীবন-জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় খুবই খারাপ অবস্থা বিরাজ করছে।

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ চরমে। দুর্ভোগে শ্রমজীবী মানুষজন। কাজে যেতে পারছে না তারা। 

নিম্নআয়ের মানুষরা জানান, এখন পর্যন্ত কোনো কম্বল পাইনি। 

রংপুরে কনকনে ঠাণ্ডা বাতাসে জনজীবন প্রায় অচল। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা আছেন দুর্ভোগে।

স্থানীয়রা জানান, ঠাণ্ডার জন্য কোনো কাজকর্ম করা যাচ্ছে না। হাঁটতে খুব কষ্ট হচ্ছে। লোকজন ঘর থেকে তেমন একটা বের হচ্ছেন না। ঘরে খাবারের মতো কিছুই নেই।

ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া কাবু সিরাজগঞ্জের মানুষ। দুপুরে ঘণ্টাখানেক সময়ে সূর্যের দেখা মিললেও দিনভর থাকছে কুয়াশায় ঢাকা।

চরবাসীরা জানান, এতো শীতের মধ্যে কেউ এখানে আসেও না, চরের কোনো খোঁজ-খবরও নেন না।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি