ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

এবার অতিথি পাখির আগমন কম (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৩:৩০, ৭ জানুয়ারি ২০২৩

শীতের আগমনে খাল, বিল হাওরে এসেছে অতিথি পাখির ঝাঁক। তবে টাঙ্গুয়ার হাওরসহ খালবিলে আগের মতো পাখির ডানা ঝাপটানোর শব্দ নেই। জলাশয় দখলসহ নানা কারণে পাখি কমছে বলে মনে করছেন পরিবেশবাদিরা।

কয়েক বছর আগেও পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকত টাঙ্গুয়ার হাওর। মেঘালয় পাহাড়ের পাদদেশে এবারও শীতের কনকনে হাওয়া বইলেও কমেছে অতিথি পাখির সংখ্যা। 

হাওরপারের বাসিন্দারা বলছেন, গত কয়েক বছর ধরেই পাখি কম আসছে, তবে এবার আরও কমেছে। এজন্য পাখি ও মাছ শিকারিদের দায়ী করছেন তারা।

স্থানীয়রা জানান, আগে অনেক পাখি আসতো। এখন আসছে না। গাছাগালি কমে গেছে, শিকারীদের দৌরাত্ম বেড়েছে।

শামুকখোল, পানকৌড়ি, বক, হরিয়াল, বালিহাঁসসহ বিভিন্ন দেশি বিদেশি পাখির ঝাঁক খেলে বেড়াচ্ছে নাটোরের চলনবিলে। দলবদ্ধ বিচরণে মুগ্ধ বিলের বাসিন্দারা।

তবে অতিথি পাখির আগমনে বেড়েছে শিকারীদের দৌরাত্ম্য। প্রতিবছর ফাঁদ পেতে পাখি শিকার করায় তুলনামূলকভাবে এবার অতিথি পাখির আগমন কিছুটা কম।

জলাশয় দখলসহ নানা কারণে চলনবিলের পরিবেশ হুমকির মুখে পড়ায় শংকায় পরিবেশবাদিরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, একসময় যে চলন বিল ছিল এখন সেই বিল তো আর নেই। এজন্য দুটি কারণ। প্রভাবশালীরা যত্রতত্রভাবে মাছের যে অভয়াশ্রমগুলো আছে সেগুলো দখল করে নিচ্ছেন। বিভিন্নভাবে পুকুর খনন হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে। এ জন্য অতিথি পাখিগুলো এখানে আর নিরাপদ মনে করছে না।”

অতিথি পাখির কলতানে মুখর ঠাকুরগাঁওয়ের বান্দিগড়ের ডেরকা পুকুর।

পানকৌড়িসহ বেশ কয়েকটি জাতের কালো, সোনালি রঙের অতিথি পাখির বিচরণ মুগ্ধ করছে  দর্শনার্থীদের।

স্থানীয়রা জানান, রাতে সম্ভবত এরা পুকুরের পাড়ে যে বাঁশঝাড় আছে ওখানেই থাকে। আর সারাদিন ওখানে-ওখানে কিসিরমিছির করে খাওয়া-দাওয়া করে।

অতিথি পাখি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চালানো হচ্ছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, “কেউ নিথন করছে এই ধরনের তথ্য আসলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও অতিথি পাখির আগমনে মুখর। সবুজ প্রকৃতির মাঝে অতিথি পাখির আগমন শুরু ১৯৮৬ সাল থেকে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি