ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন (ভিডিও)

অপূর্ব রায়, গাজীপুর থেকে

প্রকাশিত : ১৩:২০, ৯ জানুয়ারি ২০২৩

সংস্কারের অভাবে ঢাকা-ময়মনসিংহ রুটে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। গাজীপুরের জয়দেবপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে স্লিপার। ঢিলে হয়ে আছে নাট-বল্টু। স্থানীয় স্টেশন মাস্টার জানান, পুরনো ও ভাঙ্গা স্লিপার বদলে ফেলার পাশাপাশি লাইনে পাথর দেয়ার কাজ চলছে।

ঢাকা-ময়মনসিংহের সাতখামাইর ও কাওরাইদ রেল স্টেশনের মাঝামাঝি এলাকা। রেললাইনে স্লিপার ভাঙ্গা; নেই পর্যাপ্ত পাথর।

অনেক স্থানে ঢিলে হয়ে আছে নাট-বল্টু। ফলে ট্রেন চলার সময় অনুভূত হয় তীব্র ঝাঁকুনি। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ট্রেন যখন যাতায়াত করে তখন প্রচণ্ডভাবে নড়াচড়া করে, মনে হয় পড়ে যাবে। ওঠানামা করে, নাট-বল্টু ঢিলে, প্লেট ভাঙ্গা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আতঙ্কের মধ্যে আছি।”

পুরনোগুলো সরিয়ে নতুন করে বসানো হচ্ছে স্লীপার। পাশাপাশি লাইনে পাথর বসানোর কাজও চলছে বলে জানান স্থানীয় স্টেশন মাস্টার।

শ্রীপুর স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, “ইতিমধ্যে অনেকটা কাজ সম্পন্ন হয়ে গেছে। শ্রীপুর স্টেশনের ৩৩২-এর ১ থেকে কাওলাইদ পর্যন্ত মোটামুটিভাবে কাজ শেষ। এখন পাথর দেওয়ার কাজটি বাকি আছে।”

দুর্ঘটনা এড়াতে দ্রুত রেললাইন মেরামতের দাবি সংশ্লিষ্টদের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি