ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

ভান্ডারিয়ায় মাদক-সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ২২ জানুয়ারি ২০২৩

ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস– জঙ্গীবাদ নাই, আগেও ছিল না বলে মন্তব্য করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম। শনিবার পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। ভান্ডারিয়া থানার উদ্যোগে স্থানীয় পৌর শেখ কামাল অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভিন। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, ভান্ডারিয়া পৌর প্রশাসক মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া সরকারি কলেজের প্রভাষক মো. রিয়াজ মোর্শেদ সেরনিয়াবাদ, ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান, উপজেলা নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মো. মজিবুর রহমান চৌধুরী, সাংবাদিক রিয়াজ মাহাম্মুদ মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু প্রমূখ। সভায় এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি