ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

নওগাঁ মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ২৮ জানুয়ারি ২০২৩

চলে গেলেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা (৪২)। তিনি ব্রেণ হেমারেজের কারণে তাঁর মৃত্যু হয়। শুক্রবার রাত ৮টায় রাজধানির আগারগাঁও নিউরো-সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নওগাঁ মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এর আগে শনিবার সকালে নওগাঁ শহরের পুরাতন বাসস্টান্ড এলাকার টাইম স্কয়ার ভবনের বাসস্থানের সামনে তার মরদেহ এসে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ লোকজন ছুটে আসেন তাকে এক নজর দেখার জন্য। সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন লিপি সাহার মরদেহে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, লিপি সাহার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। তার মতো এরকম নিবেদিত প্রাণ পাওয়া দুষ্কর।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আখতার জানান, লিপি সাহা স্বামী ডাক্তার কৃষ্ণ কমল সাহা ও তার দুই ছেলেকে নিয়ে শহরের টাইম স্কয়ারের নিজস্ব ফ্লাটে বসবাস করে আসছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি দলের সঙ্গে সম্পৃক্ত থেকে দলকে বিশেষ করে মহিলাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করেছেন। তিনি গত কয়েকদিন আগে হঠাৎ করে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। নওগাঁয় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টায় আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে মারা যান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি