ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৩, ২৮ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন বন্ধ থাকার পর ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। সরস্বতী পূজা ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এই বন্দর দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। 

শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে জানান আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। 

এর আগে বৃহস্পতিবার সরস্বতী পূজা উপলক্ষে ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেবের স্বাক্ষরিত একটি প্যাডে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের জানানো হয়। তা-ছাড়া শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক স্বপন কুমার দাস বলেন,‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ওই দুইদিন বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’ 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি