ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে ইজারাদার খুন, আটক ১

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১, ৪ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন পৌরসভার ইজারাদার আবদুল মান্নান (৫০)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ইজারাদার পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের হাবিবুর পাড়া গ্রামের চান্দু মিয়ার পুত্র। 

জানা গেছে, পটিয়া পৌরসভার ১০ টাকার পার্কিং চার্জ নিয়ে স্থানীয় ওমর আলী (৪৬) নামের একব্যক্তির সঙ্গে গত ৩০ জানুয়ারি সোমবার ইজারাদারের কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ ঘটনাটি ওমর আলীর পুত্র কিশোর গ্যাংয়ের সদস্য মোহাম্মদ সোহেলকে জানান। এতে সোহেল ক্ষুব্ধ হয়ে আরও কিছু কিশোর গ্যাংয়ের সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে অতর্কিতভাবে ইজারাদার আবদুল মান্নান ও মো. বদিউল আলমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। 

ছুরিকাঘাতে আহত বদিউল আলম হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। বদিউল আলমের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১। 

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পৌরসভার ১০ টাকার পার্কিং চার্জ নিয়ে ইজারাদারের সঙ্গে কিশোর গ্যাংয়ের পিতা ওমর আলীর বাকবিতণ্ডা হয় এবং ছুরিকাঘাতে দুজনকে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং মামলার প্রধান আসামি ওমর আলীকে গ্রেফতারও করা হয়েছে।  

ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি