ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

নিখোঁজ ছাত্রীর লাশ মিলল সহপাঠীর বাড়ির সেপটি ট্যাংকে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৩

যশোরের শার্শা উপজেলার নাভারনের দক্ষিণ বুরুজবাগান গ্রামের একটি সেফটি ট্যাংক থেকে যশোর পলিটেকনিক এর ৪র্থ সেমিস্টারের ছাত্রী জেসমিন আক্তার পিংকির মরদেহ উদ্ধার করেছে র‌্যাব -৬ সদস্যরা।

শুক্রবার বিকাল ৩ টার সময় দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রুমেল নামের এক ব্যবসায়ীর বাড়ির সেফটি ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রুমেলের ছোট ভাই কবির পিংকির সহপাঠী। 

পিংকিকে শ্বাসরোধ করে ও মাথায় ইটের আঘাত করে হত্যা কর হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় পিংকির সহপাঠী আহসান কবির অংকুর, তার বড় ভাই রুমেল ও সৎ মা হোসনেয়ারাকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা।

নিহত জেসমিন আক্তার পিংকি কলারোয়া উপজেলার কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।

র‌্যাব ও পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি জেসমিন আক্তার পিংকি যশোর থেকে নিখোঁজ হয়। ৫ ফেব্রুয়ারি এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়। এ জিডির সূত্র ধরে এ ঘটনাটি যশোর র‌্যাব-৬ এর নজরে আসে। পরে নিখোঁজ পিংকির পরিবারের সাথে কথা বলে তদন্ত শুরু করে র‌্যাব। তদন্তের এক পর্যায়ে র‌্যাব পিংকির সহপাঠি আহসান কবির অংকুরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দপ্তরে নিয়ে আসেন। তদন্তে র‌্যাব জানতে পারে ৫ ফেব্রুয়ারি একটি মোবাইল ফোন থেকে পিংকির পরিবারকে জানানো হয় তার মেয়েকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। পরে ওই মোবাইল এর মালিককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার মোবাইল থেকে আহসান কবির অংকুর এই নাটক সাজায়। পরে হত্যার কথা স্বীকার করে অংকুর। 

এসবি/     
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি