ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে মাদকসহ গ্রেফতার ৫

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ১ মার্চ ২০২৩

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে  ভারতীয় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৫ জন  মাদক কারবারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (১ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল কসাই (২৫), কালু হোসেনের ছেলে হানিফ হোসেন (২৩), শিকড়ি গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে ইকবাল মোড়ল (২৫), বড় আঁচড়া গ্রামের আবুল কাশেমের ছেলে শাহা জালাল (৩৯) ও একই গ্রামের নুর ইসলামের ছেলে সোহান হোসেন (২৪)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২৫ বোতল ফেনসিডিলসহ এনামুল কসাই ও হানিফ হোসেনকে, ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল মোড়ল ও শাহা জালালকে ও ৩০০ গ্রাম গাঁজাসহ সোহান হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আসামীদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি