ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জে চালু হল অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ৫ মার্চ ২০২৩

জেএমআই ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জে চালু হল অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার।

দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জে অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু করেছে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ।

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের যৌথ উদ্যোগে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে।

সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি এলাকায় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত এই সেন্টার থেকে বছরে অন্তত চার হাজার রোগী ডায়ালাইসিস সেবা নিতে পারবেন। প্রতিটি ডায়ালাইসিস নিতে খরচ পড়বে মাত্র ২ হাজার ৬৫০ টাকা।

‘জেএমআই-নর্থ বেঙ্গল ডায়ালাইসিস সেন্টার’ নামে ছয় (০৬) শয্যার এই কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু হয় শুক্রবার।

আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত।

উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, “স্বাধীনতার মাসে সিরাজগঞ্জবাসীদের সুসংবাদ দিতে এসেছি আমরা। দেশের নানা স্থানে সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের সঙ্গে যৌথভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করছি আমরা।"

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি