ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

অধ্যক্ষ রুহুল আমিনের ইন্তেকাল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ১১ মার্চ ২০২৩

কুমিল্লার সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন আজ শনিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন। জড়িত ছিলেন ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে, পরে ন্যাপ-( মোজাফফর) এ যোগ দেন । ১৯৭১ সালে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন এর গড়া দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।

রোববার বাদ যোহর বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের শোভারামপুর গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত এবং এরপর স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি