ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

শার্শায় পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ১৯ মার্চ ২০২৩

যশোরের শার্শা থানার গোড়পাড়া থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে থানার রামচন্দ্রপুর গ্রাম থেকে মাদকের চালানটি আটক করা হয়। এসময় কাউকে  আটক করতে পারেনি পুলিশ।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই খান শাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪ টি পুটলায় রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত গাঁজা শার্শা থানায় জমা করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি