ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

শাশুড়ির সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ৩০ মার্চ ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকাল নয়টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম মিম আক্তার (২০)। তিনি ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, ছয় বছর পূর্বে প্রেমের সম্পর্কে মিম-রিপনের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার মিম কয়েকদিনের জন্য বাবার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য শাশুড়িকে বলেন। কিন্তু শাশুড়ি কয়েকদিন পরে যেতে বলেন। এ নিয়ে বউ-শাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়। 

পরে বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তবে মিম রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন।

পরিবারের ধারণা, বাবার বাড়ি যেতে না দেয়ায় শাশুড়ির সঙ্গে অভিমান করে রাতের যেকোন সময় সকলের অগোচরে ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন মিম। 

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি