ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে কালবৈশাখি ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৫, ১১ মে ২০২৩

কালবৈশাখি ঝড়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ও দপ্তিয়র ইউনিয়নের সারটিয়াগাজীসহ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বুধবার বিকালে কয়েক মিনিটব্যাপী এ ঝড়ে উড়ে গেছে ৫০ থেকে ৬০টি ঘরের টিনের চালা। নষ্ট হয়েছে উঠতি পাকা ধানসহ বিভিন্ন ফসল ও গাছপালা। 

ঝড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দপ্তিয়র ইউপি চেয়ারম্যান ফিরোজ চৌধুরী বলেন, ঝড়ে আমার ইউনিয়নের ৫০ থেকে ৬০টি ঘর উড়িয়ে নিয়ে গেছে। এছাড়াও বোরো ধানসহ বিভিন্ন গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি