ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নৌকার প্রার্থী বিজয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২৬ মে ২০২৩

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার তাকে বিজয়ী ঘোষণা করেন। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম (নৌকা প্রতীক) পেয়েছেন ২২ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট। 

পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক জননেতা নোমান বখত পলিন, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মোক্তা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি আল-হেলাল নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি