ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ৫ জুলাই ২০২৩

নেত্রকোনার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৪টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে খেলা করছিল পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন (৭) ও ছেলে রাজু আহমেদ (৪)। এক পর্যায়ে ছোট ভাই রাজু পানিতে ডুবে যাচ্ছে দেখে বড় বোন সোনিয়া তাকে উদ্ধার করতে যায়। 

পরবর্তীতে দু’জনেই পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়ানো একটি শিশু চিৎকার চেচামেচি শুরু করলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে। ততক্ষণে তাদের দু’জনের মৃত্যু হয়।

অপরদিকে, একই উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামে মঙ্গলবার বেলা আড়াই টারদিকে সজীব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানা যায়, উত্তরকাল ডোয়ার গ্রামের রিপন মিয়ার স্ত্রী ২ বছরের শিশু সজীবকে উঠানে রেখে গরুর খাবার দেওয়ার জন্য বাইরে যায়। এক পর্যায়ে শিশু সজীব খেলার ছলে বাড়ির পাশের মাটি কাটার গর্তে পড়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি