ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সাগর উত্তাল, ভোলায় ট্রলার ডুবিতে নিখোঁজ ৫ জেলে

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৪, ১ আগস্ট ২০২৩

বৈরি আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে। সমুদ্র বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এরই মধ্যে ভোলায় দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৫ জেলে নিখোঁজ হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এছাড়া ভোলার চরফ্যান ও দৌলতখানে ডুবির ঘটনা ঘটে।

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের পূর্ব পাশে সাগর মোহনায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ তিন জেলে। এছাড়া দৌলতখানে আরেকটি ট্রলার ডুবিতে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাগর ও নদী উত্তাল থাকায় সমুদ্র বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সাগরের লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাতাসের গতি বেড়ে যায় এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি