ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩১, ২১ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্ব আহত হয়েছে আরও এক শ্রমিক।

বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

নিহতরা হলেন শাহিন আলম ও মাহবুব রহমান। আহত ব্যক্তি হল মহসিন মিয়া। তারা সবাই সফিপুর এলাকায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে।

ফায়ার সার্ভিস জানায়, কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় স্থানীয় শামসুল আলমের ছয়তলা ভবনের  নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কির সেন্টারিং বাঁশ খুলতে যান নির্মাণ শ্রমিকরা। প্রথমে একজন ভেতরে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই শ্রমিককে বাঁচাতে গেলে অপরজন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আরও এক শ্রমিক গেলে সেও অজ্ঞান হয়ে যান। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় মহসিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান  জানান, নির্মাণাধীন টাঙ্কির বাঁশ খুলতে গিয়ে তারা অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি