ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

লক্ষ্মীপুরে মেয়রের উদ্যোগে হাসপাতালে রোগীদের খাবার ও নগদ অর্থ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২২ জুন ২০২৪

লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে (সদর) পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া তার ব্যক্তিগত উদ্যোগে দুই শতাধিক রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন। এসময় তিনি অসচ্ছল রোগীর স্বজনদের হাতে নগদ অর্থ প্রদান করেন।

মঙ্গলবার (১৮ জুন) জেলা সদর হাসপাতালে গিয়ে তিনি এই সেবা প্রদান করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল, আওয়ামী লীগ নেতা মিঠু ভূঁইয়া, যুবলীগ নেতা রকি ভূঁইয়া, রতন ভূঁইয়া, ছাত্রলীগ শুভ ও স্বপনসহ প্রমুখ।

মাসুম ভূঁইয়া জানান, প্রতিবছর রমজান ও কোরবানি ঈদের পরেরদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার বিতরণ করে আসছেন। খাবার বিতরণের এই কার্যক্রম তার অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি