ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

৬ দিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৫ জুলাই ২০২৪

টানা ৬ দিন বন্ধ থাকার পর ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার পর ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুর এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি লঞ্চ। 

তবে এসব লঞ্চে যাত্রীদের উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় কিছুটা কম। যারাই গন্তব্যে যাচ্ছেন তাদের মুখে ছিল হাসি।

এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন। 

অন্যদিকে, নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে গত ৩ দিনে ৭ জনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে জেলার পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি