ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

চাঁদাবাজি মামলায় কারাগারে সেই আওয়ামী লীগ নেতা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৯, ১৫ আগস্ট ২০২৪

চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। বরগুনা পৌর শহরের সদর রোডে হারুন নামে একজনের দোকান ভাংচুর এবং চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ওই মামলায় বুধবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দোকানদার হারুন বাদী হয়ে বরগুনা সদর থানায় একইদিন মামলাটি দায়ের করেন। সেই মামলায় পুলিশ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার দেখিয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে বিভিন্ন সময় জমি দখল ও চাঁদাবাজির অনেক অভিযোগ আছে। আজ হারুন নামে একজনের অভিযোগ গন্য করে মামলা এজাহারভুক্তের পর তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত জাহাঙ্গীর কবিরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

এর আগে বুধবার (১৪ আগস্ট) ভোর রাতে আমতলার পাড় এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। 

এদিকে, গত ১২ আগস্ট সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের সাথে মোবাইলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই কথোপকথনে ১৫ আগস্ট উপলক্ষে বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্র ফাঁস হলে তাকে আটক করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি