ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২৩ আগস্ট ২০২৪

আকস্মিক বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কমপক্ষে আড়াই লক্ষাধিক মানুষ ।

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া ও চক শালন এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভাঙায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।  

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে। এ ছাড়া যেসব স্থানে বাঁধ ভেঙেছে সেগুলোতে কাজ চলছে।

কমলগঞ্জ উপজেলার বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বন্যার্থদের জরুরি উদ্ধার ও বিভিন্ন এলাকায় গিয়ে শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করছেন তারা।

 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি