ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সীমান্তে ১২ কোটি টাকার ক্রিস্টাল মেথ-মদসহ আটক ১

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ৩০ আগস্ট ২০২৪

কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তের ১৩/৩-এস বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর নাম স্থানে উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইমন (২৩)কে আটক করে। 

এসময় তার কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ১২ কোটি টাকা মূল্যের ২ কেজি ভারতীয়  ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

কাঁকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি ইমন তার  বিরুদ্ধে কলারোয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে স্বীকার করেছে। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি