ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নরসিংদীতে মাইক্রো-কাভার্ডভ্যান সংঘর্ষ, চারজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ০৭:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নারী-শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন চালকসহ আরো ৪ মাইক্রোবাস যাত্রী।

শনিবার (৩১ আগস্ট) রাতে মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার দগিরয়া এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত নিহত সকলেই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।

নিহতের স্বজনরা জানায়, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার বোনের বাড়িতে বেড়াতে যান। বেড়ানো শেষে নরসিংদী ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার (৩৫), তানজিনা (২৪), সাবিহা (১৪) এবং সাজিদ (১২) নিহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ব্যবস্থা হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি