ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

স্বর্ণ ছিনতাইকারী সেই যুবদল নেতাকে বহিষ্কার

পটিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১২:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১২:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের পটিয়ায় গাড়ি থামিয়ে যাত্রীকে মারধর ও ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুনকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ 

সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুনকে বহিষ্কার করা হয়েছে৷ 

উল্লেখ্য, গত ২৭ জুলাই পটিয়া বাইপাসে চট্টগ্রামমুখী একটি চেয়ারকোচ গতিরোধ করে রূপন দাশ নামের একজনকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে এ যুবদল নেতা। পরবর্তীতে ভিডিও ফুটেজের ভিত্তিতে যুবদল মামুনকে শনাক্ত করে৷ 

এ ঘটনায় গত বুধবার (৪ সেপ্টেম্বর) পটিয়া থানায় মামুন ও তার সহযোগী মনিরের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে৷

মামুনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি