ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

তুচ্ছ ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু, হত্যা মামলা দায়ের

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ৮ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূ রিজিনা বিবি (৪০) মারা গেছেন। এই ঘটনায় নিহতের বোন শিউলি বিবি সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।  

শনিবার নিজ বাড়িতে মারা যান রিজিনা। তিনি উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীন শাহার মেয়ে। 

পুলিশ গতকাল দুপুরেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
এর আগে গত ২৭ আগস্ট সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় আহত হন রিজিনা।

মামলার বাদী শিউলি বিবি জানান, বাড়ির অদূরে রিজিনার নিজস্ব জায়গার সাথে সরকারের খাস জলাশয় রয়েছে। এবারই রিজিনা তার জায়গাতে মাটি ভরাট করেন। গ্রামের দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী রওশনারা বিবি গত ২৭ আগষ্ট সন্ধ্যায় জলাশয় থেকে কচুরিপানা কাটতে যায়। এসময় নতুন মাটি ভরাট করা সংলগ্ন স্থান থেকে কচুরিপানা কাটলে বৃষ্টিতে মাটি ধ্বসে যেতে পারে এমন আশংকায় একটু দূরে থেকে কাটতে বলে।

এটা নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। একপর্যায়ে রওশনারা তার স্বামী দেলোয়ার হোসেন দেলুসহ পরিবারের লোকজন এসে রিজিনাকে বেদম মারপিট করে। এতে রিজিনা গুরুতর আহত হয়। তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরের দিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। 

সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন রিজিনা। এর পর অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় তাকে বৃহস্পতিবার বাড়িতে আনা হয় এবং শনিবার সকাল ৮টা নাগাদ মারা যান রিজিনা বিবি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান, এ ঘটনায় রিজিনার চাচাতো বোন শিউলি বাদী হয়ে প্রতিপক্ষের সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারে চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি