ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পটিয়ার বাইপাস সড়ক যেন ক্রাইম জোন, প্রায়ই ঘটছে চুরি-ছিনতাই

পটিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার একমাত্র বাইপাস সড়ক যেন ভয়ানক ক্রাইম জোনে পরিণত হয়েছে৷ প্রায় প্রতিদিন রাতে ও দিনে ঘটছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ।

সড়কটি পৌরসদর ও পাশ্ববর্তী ভাটিখাইন এবং কচুয়ায় ইউনিয়ন ঘেঁষে যাওয়ার কারণে অপরাধীরা খুব সহজে  চুরি, ছিনতাই করে নিরাপদে ফিরে যাচ্ছে।

স্থানীয় লোকজন ও কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের যাত্রীরা ভয়ে থাকেন। গুরুত্বপূর্ণ এ সড়কটিতে আলোর  ব্যবস্থা না থাকায় অপরাধীদের নিরাপদ ঠিকানা হয়ে উঠেছে।

অস্ত্রের ভয় দেখিয়ে দূরপাল্লার গাড়ি থেকে যাত্রী নামিয়ে ছিনতাই, মোটরসাইকেল ছিনতাই, পণ্যবহনকারী গাড়ি থামিয়ে  মালামাল লুটের ঘটনা ঘটেছে অহরঅহ৷

সর্বশেষ গত ২৭ জুলাই দুপুর দেড়টার দিকে পটিয়া বাইপাসের ফারুকী পাড়া পয়েন্টে চট্টগ্রামমুখী দূরপাল্লার একটি চেয়ারকোচ থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ সড়কে প্রায় প্রতিদিন এভাবে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ হলেও দীর্ঘদিন পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিতে পারেনি।

স্থানীয় লোকজন বর্তমানে সেনাবাহিনী ও অন্তবর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। 

এদিকে, যিশু দে নামের একজনকে পুলিশ গরু চুরির দায়ে শনিবার দুই দিনের রিমান্ডে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সংঘবদ্ধ চোরের তথ্য মিলবে বলে মনে করছেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জুন সড়ক ও জনপথ (সওজ) এর অর্থায়নে পটিয়া বাইপাস সড়কের কাজ শুরু হয়। কাজ শেষে ২০১৯ সালে সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সড়কটি উদ্বোধনের দীর্ঘ ৪ বছর পেরুলো সড়ক বাতি লাগানো হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, পটিয়া বাইপাস সড়ক দিনে ও রাতে যেন অপরাধীদের অভয়ারণ্য। গত ২৫ জুলাই সড়ক সংলগ্ন ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামের রুহুল আমিন মেম্বারের বাড়ির জসিম উদ্দিনের খামার থেকে ৫টি গরু চুরি, ২৯ আগস্ট বাইপাস সংলগ্ন ভাটিখাইন বারেক চেয়ারম্যানের বাড়ির মেহেদী ভিলা থেকে মালামাল লুট ও চলতি মাসের ৩ সেপ্টেম্বর ভোর রাতে বাইপাস মহানন্দ মন্দিরের পাশে বিসমিল্লাহ এগ্রো খামার থেকেও গরু চুরির ঘটনা ঘটে৷  

বাইপাস এলাকার বাসিন্দা আশিকুল মোস্তাফা তাইফু বাইপাসের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে সিসিটিভি ক্যামরা বসোনার দাবি জানান।  

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার  জানিয়েছেন, বাইপাসে গাড়ি থামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড হয়েছে৷ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাছাড়া বাইপাসে অপরাধ হ্রাস করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরকে এগিয়ে আসতে হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি