ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত, আরেক ভাই আহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আহত হয়েছেন নিহতের অপর ভাই।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরমল্লিকপুর গ্রামের সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৫) ও জিয়াউর শেখ (৪০)। আহত হয়েছেন ইরান শেখ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলের চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ ও ফেরদৌস পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে ফেরদৌস পক্ষের মিরান ও জিয়াউর শেখ মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহমুদ পক্ষের লোকজন তাদের উপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়।

আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আধিপত্য বিস্তার বিস্তার নিয়ে দুইপক্ষের দ্বন্দ্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি