ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

তিন পার্বত্য জেলায় চলছে সড়ক অবরোধের দ্বিতীয় দিন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ০৯:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও গুলিতে ৩ জন নিহতের ঘটনার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের আজ দ্বিতীয় দিন।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) পার্বত্য এলাকা থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।

অবরোধ ঘিরে এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়ছড়ির দীঘিনালায় পাহাড়িদের  ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও খাগড়াছড়ি জেলা সদরে রাতভর গোলাগোলিতে ৩ জন নিহতের ঘটনা, অন্যদিকে রাঙ্গামাটিতে হামলার ঘটনায় এ অবরোধ কর্মসূচি।

গত শুক্রবার জুম্ম ছাত্র জনতা এ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়। আজ অবরোধের ২য় দিন চলছে।

সড়ক অবরোধের কারণে সাজেকে বেড়াতে এসে আটকা পড়েছেন প্রায় ৮ শতাধিক পর্যটক।

এদিকে, পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রাঙ্গামাটি যান তিন উপদেষ্টা। সেখান থেকে খাগড়াছড়ি যান তারা।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে। কোনো অবস্থায় পরিস্থিতির অবনতি করা যাবে না। যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি