ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আলোচিত মা-মেয়ে হত্যায় আসামির ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। 

দণ্ডপ্রাপ্ত আসামির আল জোবায়ের স্বপ্নীল (২৮)। সে শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। 

২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় ডাকাতি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী (৪৬) এবং মেয়ে ঋতু চক্রবর্তী (২২)কে হত্যা করে। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি আব্দুর রহিম বলেন, ২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তানসম্ভবা মেয়েকে হত্যা করেছে। আইন উপদেষ্টার কাছে অনুরোধ করবো যেন এই রায় দ্রুত বাস্তবায়ন হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি