ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাকর্মকর্তা তানজিম নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনাকর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

এ সময় ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়।

ডাকাতের গুলিতে সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : মনজুর কাদের ভূঁইয়া।
 
ওসি জানান, সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতের ধস্তাধস্তি হয়, একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনাকর্মকর্তা তানজিম। তাকে কক্সবাজার নেওয়ার পথে মারা যান তিনি। 

মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আইএসপিআর থেকে এখনও সত্যতা নিশ্চিত করেনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি