ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিপৎসীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১০:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪

টানা তিন দিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়ে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে অর্ধশতাধিক গ্রাম। এদিকে, পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরের ৩৭টি গ্রামের মানুষ পানিবন্দী। এছাড়া রাজবাড়ীতে পদ্মার নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় জনসাধরনের চলাচলে জনদুর্ভোগ দেখা দিয়েছে।

এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। ডুবে গেছে রাস্তাঘাট ও শীতকালীন আগাম সবজিসহ ধানক্ষেত। 

অতিবৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুরের দুর্গম চরের ৩০টি গ্রাম প্লাবিত। ২০ হাজার মানুষ পানিবন্দি।

লালমনিরহাটে তিস্তা নদী তীরবর্তী চর গড্ডিমারী, কালমাটি, রাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়ায় তিস্তাসহ আশেপাশের শাখা নদী এবং খালগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া তিস্তা নদীর পার্শবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট ও শীতকালীন আগাম সবজিসহ ধানক্ষেত। 

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে ফসলি জমি ও সড়ক।  

চারপাশে পানি ওঠায় ইতোমধ্যে চিলমারী ইউনিয়নের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। কৃষি বিভাগ বলছে, পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে ১ হাজার ৪৫ হেক্টর জমির মাসকলাই। 

রাজবাড়ীতে কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পদ্মার নিচু এলাকা ও বেড়ি বাঁধের ভেতরের আবাদী জমি প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে ধান-সহ বিভিন্ন সবজি ক্ষেত। এছাড়া তলিয়ে গেছে গবাদি পশুর চারণ ভূমি।

আগামী কয়েকদিন নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি