ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

খৈয়াছড়া ঝর্ণা পর্যটকদের জন্য উম্মুক্ত

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩, ৪ অক্টোবর ২০২৪

ঝুঁকিপূর্ণ পাথর অপসারণ শেষে আজ শুক্রবার (৪ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছরা ঝর্ণা। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

জানা গেছে, গেল ২৭ সেপ্টেম্বর খৈয়াছরা ঝর্ণায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়। পরের দিন ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের জন্য খৈয়াছরা ঝর্ণায় সাময়িক ভাবে পর্যটক প্রবেশে নিষেদ্ধাজ্ঞা দেয় বন বিভাগ। অবশেষে ৬ দিন পর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে ঝর্ণাটির প্রবেশ পথ।

এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, খৈয়াছড়াা ঝর্ণায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হলে বিষয়টি বন বিভাগের নজরে আসে। পরে গেল ২৮ সেপ্টেম্বর থেকে ঝুঁকিপূর্ণ পাথর অবসারণের জন্য ঝর্ণাটিতে পর্যটক প্রবেশে নিষেদ্ধাজ্ঞা দেয়া হয়।

আজ শুক্রবার থেকে আবার পর্যটক প্রবেশের জন্য খুলে দেয়া হচ্ছে পর্যটন কেন্দ্রটি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি