ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

৫ ইউনিটের চেষ্টায় কালিরবাজারের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৪, ৭ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে অগ্নিকাণ্ডের ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটায় বাজারের এক নম্বর গলিতে এই অগ্নিকাণ্ডের ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন। 

স্থানীয়রা জানায়, বাজারের এক নম্বর গলিতে প্রথমে একটি মশলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান সহ বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। 

এসময় এলাকায় আশপাশের ভবনের বাসিন্দারাসহ এলাকার শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন। 

তারা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের দেড় ঘন্টার চেষ্টায় রাত একটায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এছাড়া আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কতৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি