ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আন্দোলন দমনে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই আ’লীগ নেতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৭ অক্টোবর ২০২৪

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহতসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামী সাদেক ভুঁইয়া (৬০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৪ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৫ আগস্ট সাদেক ভুঁইয়া'র নেতৃত্বে আশুলিয়া থানা এলাকায় নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। উক্ত ঘটনায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। 

পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়ের পর হতে সাদেক ভুঁইয়া ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

র‍্যাব আরও জানায়, গত ১৫ বছর ধরে সাদের ভুঁইয়া ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাস, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি