ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে চালককে হত্যার পর অটোরিক্সা ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ১৪ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুরে চালক আব্দুল হাই বাচ্চু (৩৮) হত্যা পর ব্যাটারী চালিত অটেরিক্সা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

নিহত আব্দুল হাই বাচ্চু উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দুুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জড়িত ২ জনকে আটক এবং ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করেছে। গ্রেফতার কৃতরা হলো, উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পূর্বদেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৫০)।

পুলিশ ও নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, রবিবার বিকেলে তাঁর স্বামী আব্দুল হাই বাচ্চু কাজে বের হয়। রাত ১০টার দিকে জানতে পারেন মধুপুর কবরস্থানে পাশের একটি ডোবায় তার মৃতদেহ পড়ে আছে। এরপর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেচিয়ে ও দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যার পর লাশ ডোবার ভেতর ফেলে রাখা হয়েছিল। রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর অভিযান চালিয়ে উপজেলার পুর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত মিশুক উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে রাতেই মামলা দায়ের করেছেন। 

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছেন।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি