ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নদী ভাঙনে বিলিনের পথে পখিরা-কালীনগর সড়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১৬ অক্টোবর ২০২৪

মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদীর ভাঙনে বিলীনের পথে পখিরা-কালীনগর সড়ক। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে উপজেলা সদরের সঙ্গে  সড়কের আশেপাশের ১০টি গ্রামের মানুষের যোযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। 

জানা গেছে, অত বৃষ্টিতে সম্প্রতি পালরদী নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী বিভিন্ন এলাকা তীব্র ভাঙনের মুখে পড়েছে। এই ভাঙনে পখিরা-কালীনগর সড়কের দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে গেছে।

ভাঙন রোধে এখনই স্থায়ী ব্যবস্থা না নেয়া হলে যেকোনো সময় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ভাঙনে এই স্থানের সড়কটি পালরদী নদীতে বিলীন হলে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষের যোগাযোগ পুরোপুরি বিছিন্ন হয়ে যাবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ৩০ বছর ধরে আলীনগর এলাকা নদী ভাঙন কবলিত। এর মধ্যে পখিরা-কালীনগর সড়কটি ভেঙ্গে অনেকখানি বিলিন হয়ে গেছে। বাকিটা বিলিনের পথে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা না নিলে পুরোপুরি ওই সড়কটি নদী গর্ভে চলে যাবে। বিছিন্ন হয়ে যাবে বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ জানান, ওই সড়কটির অংশ বারবার ভেঙে নদীতে বিলিন হচ্ছে। আর বারবার নামে মাত্র মেরামত হচ্ছে। সড়কটির মেরামতের কাজ মজবুতভাবে করলে আজকে এই অবস্থার সৃষ্টি হতো না।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সানাউল কাদের খান জানান, আমরা কয়েক মাস আগে পখিরা ও আলীনগর ভাঙন এলাকায় জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করেছিলাম। বরাদ্ধ পেলে শিগগিরই আবার ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি