ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হিলি বন্দর দিয়ে একদিনেই ঢুকলো ১১শ’ টন পেঁয়াজ

হিলি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৪, ১৬ অক্টোবর ২০২৪

পূজায় টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। একদিনেই বন্দর দিয়ে ৩৮টি ট্রাকে ১১শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে করে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কেজিতে ১৩ থেকে ১৫ টাকা কমেছে।

বন্ধের পূর্বে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৯৫ থেকে ৯৬ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০ থেকে ৮৩ টাকা বিক্রি হচ্ছে।  দাম কমায় খুশি বন্দরের পাইকাড়রা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ছিল। এর আগে থেকেই ভারতের মোকামে পেঁয়াজের লোডিং বন্ধ করে দেন রফতানিকারকরা। এতে বন্ধের পূর্বে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ কমে গিয়েছিল। সেইসঙ্গে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বেড়েছিল। 

মূলত চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছিল। পূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল একদিনেই বন্দর দিয়ে ৩৮টি ট্রাকে ১১শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে। 

এতে করে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি