ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরায় ১৪ জেলের দণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ২০ অক্টোবর ২০২৪

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

শনিবার পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মামুন খান  এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে দণ্ডবিধি- ১৮৬০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০র সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এসময় জব্দকৃত আনুমানিক সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। 

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মামুন খান বলেন, অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি