ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বিনামূল্য এইচপিভি টিকা পাবেন কুমিল্লার ৩ লাখ ৭৯ হাজার কিশোরী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৫, ২৩ অক্টোবর ২০২৪

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার

জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা জেলার ১৭ উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারী উদ্যোগে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে  আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার।

সভায় সিভিল সার্জন বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৭টি উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুলগামী ৩ লাখ ৬৯ হাজার ৩৪০ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ৩২৭ জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। 

পাঁচ হাজার ২১৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নয় হাজার ৯৪২টি কেন্দ্রে এ টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মেহেদী হাসান, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সাবিজা ইয়াসমিন, ইউনিসেফ এর ডাক্তার ব্যার্ণাজী সুলতানাসহ অন্যরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি