ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভোলায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ২৩ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় ‘দানা’ আতঙ্কে দিন পার করছেন ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে মানুষ। ঘূর্ণিঝড় মোকাবলোয় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। 

বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা ভোলায়। 

ঘূর্ণিঝড় মোকাবেলায় সভা করছে ভোলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সভায় ৩ স্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক প্রশাসক আজাদ জাহান। 

ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় দুর্যোগের পূর্বাভাস আসামাত্রই উপকূলে ঝুকিঁপূর্ণ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮৬৯টি আশ্রয়কেন্দ্র। এছাড়াও ৮টি কন্ট্রোল রুম খোলার পাশাপাশি সিপিপি ও রেড ক্রিসেন্ট এর ১৪ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত  রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম। 

দুর্যোগ মোকাবেলায় জেলায় ৫ হাজার ২০০ মেট্রিক টন চাল মুজুদ রাখা হয়েছে। জরুরি ত্রাণ বাবদ নগদ ৯ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

এছাড়াও শুকনো খাবারসহ শিশু খাদ্য পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি