ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ডিবি পরিচয়ে  ৪৭ লাখ টাকা ও স্বর্ণ লুট, ১ জনকে ধরে গণপিটুনি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪২, ২৪ অক্টোবর ২০২৪

ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জ নবকলি পরিবহনের গতিরোধ করে এক যাত্রীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বুধবার বিকালে দিনদুপুরে এ দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে। 

ভুক্তভোগী যাত্রী ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের বাসিন্দা ও রামপ্রসাদ বান্দুরা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি 'রামপ্রসাদ অলংকার বিতান'র মালিক।

ব্যবসায়ী রামপ্রসাদ জানান, বুধবার ঢাকার তাঁতী বাজারে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ নিয়ে নবকলি পরিবহনে বান্দুরা আসছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িটি ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। 

তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রামপ্রসাদকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় রামপ্রসাদের ডাক চিৎকারে ৫ জন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয়রা। 

পরে তাকে গণপিটুনি দিয়ে বান্দুরা বাজারে আনা হয়। সন্ধ্যায় তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে এখনও আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ব্যবসায়ী রামপ্রসাদের দাবি, দুর্বৃত্তরা তার ব্যাগে থাকা নগদ ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আজগর বলেন, জনতা একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। চিকিৎসার জন্য তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল অন্য এলাকায় হওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা নেই। তবে খবর নিয়ে দেখছি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি