নিষিদ্ধের পরও অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন
প্রকাশিত : ২১:১৫, ৪ নভেম্বর ২০২৪
পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে গত শুক্রবার (১ নভেম্বর) থেকে সারাদেশে একযোগে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এর পরিবর্তে পাট, কাপড়ের ব্যাগ বা পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে বলা হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের কালকিনিতে সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। প্রশাসনের অভিযানের অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার।
সোমবার (৪ নভেম্বর) সরেজমিনে কালকিনি উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পলিথিনের ব্যাপক ব্যবহার। বাজারের সর্বত্র ক্রেতা-বিক্রেতার হাতে দেখা যায় পলিথিনের ব্যাগ। এছাড়া দোকানদারও তাদের মালামাল বিক্রি করছেন পলিথিন ব্যাগে।
সরকার নির্দেশিত পাটের ব্যাগ কিংবা পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার কেন করা হচ্ছে না এই বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের অনেকে জানান, কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধের বিষয়টি তারা শোনেননি। আবার অনেকে বলেন, পলিথিন নিষিদ্ধের বিষয়ে তারা জানলেও বিকল্প না থাকায় বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করছেন।
কাঁচাবাজারে বাজার করতে আসা স্থানীয় সাংবাদিক রনি আহমেদ নিপুল বলেন, সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু এটা কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন থেকে যায়। এর আগেও অনেক সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে, কিন্তু আবারও পলিথিন বাজারে ফিরে এসেছে। কঠোরভাবে আইন প্রয়োগ না করলে বাজারে পলিথিন ব্যবহার বন্ধ করা সম্ভব নয়।
এলাকাবাসী জানান, পলিথিন বন্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।তাদের তৎপরতা ও নিয়মিত অভিযানের অভাবে বাজারে এখনও অবাধে পলিথিন ব্যবহৃত হচ্ছে।পরিবেশ রক্ষার্থে দ্রুত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবী তাদের।
পলিথিনের অবাধ ব্যবহারের বিষয়টি স্বীকার করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ মুঠোফোনে জানান, শীঘ্রই পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ হতে অভিযান পরিচালনা করা হবে।
এসএস//
আরও পড়ুন