ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিকসহ আটক ৩৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১২ নভেম্বর ২০২৪

ঝিনাইদহে এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গত ২৪ ঘণ্টায়  মহেশপুর উপজেলার মাটিলা, বাঘাডাঙ্গা, সামান্তা খোসালপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটকদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছে।

এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ বলেন, বিজিবি সীমান্তে সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। ঝিনাইদহের মহেশপুরে ৭২ কিলোমিটার বর্ডার রয়েছে। এর মধ্যে ১২ কিলোমিটার কাঁটাতার বিহীন। এসব এলাকার সীমান্ত দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করছে, এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সর্বমোট ১১৪ জনকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে আটক করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি