ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন ঘিরে ফের দুই পক্ষে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১, ২৬ জানুয়ারি ২০২৫

আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ঘিরে ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। 

শনিবার রাতে সম্মেলনের পক্ষে-বিপক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই পক্ষের নেতাকর্মীরা। 

রাতে শহরের পাওয়ার হাউজ রোড থেকে আসন্ন সম্মেলনকে অবৈধ উল্লেখ করে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি একাংশ ও অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা। মিছিলটি কালিবাড়ি মোড়, টি,এ রোড, কুমারশীল মোড়, প্রেসক্লাব প্রাঙ্গণসহ  বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে সরকারি বাড়ি মোড় গিয়ে শেষ হয়। 
এতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ,বি,এম মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, বিএনপি নেতা মোঃ নিয়ামুল হক, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ জেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বিক্ষোভকারীরা তাদের স্লোগানে আসন্ন সম্মেলনকে অবৈধ দাবি করে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য কবির আহমেদ ভূঁইয়ার কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।  

এর আগে সম্মেলনের পক্ষে একটি মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অপর পক্ষের নেতাকর্মীরা। মিছিলটি কালিবাড়ি মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য নুরে আলম সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের অপর অংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় তারা সম্মেলন সফল করতে দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 

উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলনের প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনঢ় বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি